স্কিন ক্যানসারে আক্রান্ত ইংলিশ ক্রিকেটার

ক্যানসারে ভুগছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার স্যাম বিলিংস। ৩১ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার স্কিন ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। গত

May 11, 2023 - 13:11
 0
স্কিন ক্যানসারে আক্রান্ত ইংলিশ ক্রিকেটার
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভয়ানক এই রোগের তথ্য জানান বিলিংস। পাশাপাশি সূর্যের আলো ত্বকে অতিরিক্ত পড়ার বিপদ সম্পর্কে সতীর্থদের মধ্যে সচেতনতা তৈরি করতে চান এই ইংলিশ ক্রিকেটার।

বিলিংস বলেন, ‘আমার মেলানোমা ছিল ০.৬ মিলিমিটার গভীর। ০.৭ মিলিমিটার গভীর হলেই সেটি অনেক বেশি বিপদের কারণ হয়ে দাঁড়াত। আমি যদি সেদিনের মিটিংয়ে যাওয়ার কারণে স্ক্রিনিং টেস্ট না করতাম এবং আগামী ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাকে, তখন এটি আরও বেশি ভয়াবহ হতো। মার্জিনগুলো খুব ছোট কিন্তু এগুলো ভয়ানক হয়ে উঠতে পারে।’

বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকা এই ব্যাটার বলেন, ‘এই ঘটনা অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমাকে। বহু বছর ধরে এমনটাই করার চেষ্টা করেছি। অনেক সময় মাঠে পানি নিয়ে যেতে হতো আমাকে। আপনি বুঝতে পারেন ক্রিকেটই সবকিছু নয়। এটা সঠিক সময়ে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাকে আরও বেশি সহানুভূতিশীল করে তুলেছে।’

তাপমাত্রা কম হলেও সূর্যের রশ্মি যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটি মনে করিয়ে দেন বিলিংস। ইংলিশ এই ক্রিকেটার বলেন, ‘আমি শুধুমাত্র পেশাদার ম্যাচের কথা বলছি না। ক্লাব ক্রিকেটার এবং খেলা দেখতে আসা ভক্তদেরও বলছি। সম্প্রতি আমি লর্ডসে খেলেছি যেখানে ২৫ ডিগ্রি না হওয়ার পরও সূর্যের তাপ ছিল। ১৮ ডিগ্রিতেও সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি ক্রিকেটে সবাইকে নিয়ে একত্রে কাজ করতে দেখতে চাই।’

স্যাম বিলিংসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৫ সালে। এরপর দেশের হয়ে ৩ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে যথাক্রমে ৬৬, ৭০২ ও ৪৭৮ রান করেছেন তিনি। ডানহাতি এই ব্যাটারের ১ সেঞ্চুরির সঙ্গে ৭ টি ফিফটিও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow