সুয়েজ সংকট: বিশ্ব অর্থনীতির জন্য নতুন হুমকি
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে লহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় বিশ্ব অর্থনীতির জন্য নতুন হুমকি তৈরি হয়েছে।
গত ১৫ ডিসেম্বর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা শুরু করে। বিশেষ করে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। এতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
লহিত সাগর দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্য ও ৩০ শতাংশ কন্টেইনার ট্রাফিক সম্পন্ন হয়। হুথির হামলার কারণে এই বাণিজ্য ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
জাহাজ বিকল হয়ে যাওয়া ও ক্রুদের হতাহতের আশঙ্কায় চাপে পড়েছে শিপিং কোম্পানিগুলো। অনেক কোম্পানি ইতিমধ্যেই লহিত সাগরে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
সার্ভিস বন্ধ করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মারস্ক, হ্যাপাগ-লয়েড, সিএমএ সিজিএম ও এমসসি। এই চারটি কোম্পানি বিশ্বের কন্টেইনার বাণিজ্যের ৫৩ শতাংশ নিয়ন্ত্রণ করে।
হুথির হামলার কারণে মধ্যপ্রাচ্যেও সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা লহিত সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হুথির বিরুদ্ধে অভিযানও পরিচালনা করতে পারে।
What's Your Reaction?