যমুনায় গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

Apr 15, 2023 - 12:44
 0
যমুনায় গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের
সংগ্রহীত ছবি

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশির (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে যমুনা নদীর চায়না বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শিশির সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লার মো. আলমের ছেলে ও শহরের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান টনি জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় শিশির। এ সময় সাতার কাটতে কাটতে নিখোঁজ হয় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে রাতে শিশিরের মরদেহ উদ্ধার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow