বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল অগ্রিম প্রকাশ, সেই কর্মকর্তাকে শোকজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগের রাতেই ছেলের ফল ফেসবুকে প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে শোকজ করেছে কর্তৃপক্ষ।
রোববার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ওই কর্মকর্তা তার ছেলের ‘এ’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার আনন্দ প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।
জানা গেছে, মোহাম্মদ সোহরাওয়ার্দীর ছেলে আবীর চৌধুরীর ‘এ’ ইউনিটের প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৭৫ এবং মেধাতালিকায় স্থান ১ হাজার ৬৯৬তম। তার ফেসবুক পোস্টে উল্লিখিত তথ্যের সঙ্গে প্রকাশিত ফলাফলের মিল পাওয়া গেছে।
অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দীকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর জানান, ওই কর্মকর্তা কীভাবে ফলাফল জানতে পেরেছেন। তা আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা করার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?