পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Apr 30, 2023 - 12:35
 0
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

সকাল সাড়ে ৮টার দিকেই কেন্দ্রের বাইরে ভিড় করতে থাকেন শিক্ষার্থী। পরে সকাল ৯টা থেকে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

এদিকে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow