নিজেই নিজেকে ১০ কোটি মূল্য়ের উপহার দিলেন কিং খান

ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলে দেশ-বিদেশের ভক্তদের মন জয় করেছে শাহরুখ খানের 'পাঠান'। ছবিটি মুক্তি পেয়েছে ওটিটিতেও। আর এবার প্রকাশ্যে এল নতুন খবর। জানা গেছে এই ছবির আকাশছোঁয়া সাফল্যের পর নিজেকে ১০ কোটির উপহার দিলেন কিং খান। কী সেই উপহার?

Mar 29, 2023 - 12:07
 0
নিজেই নিজেকে ১০ কোটি মূল্য়ের উপহার দিলেন কিং খান
শাহরুখ খান - ছবি: সংগৃহীত

বলিউড সূত্রের এক খবরে জানা যায়, সম্প্রতি ১০ কোটি মুল্যের একটি এসইউভি কিনেছেন বলিউড বাদশা। অর্থাৎ,মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডির পর কিং খানের গ্যারেজে জায়গা হল আরও একটি নতুন গাড়ির। 

শাহরুখ খানের মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডি থেকে মডেলের একটি চিত্তাকর্ষক সংগ্রহ রয়েছে। রোলস-রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ এসইউভি গাড়িটির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। 

জানা যাচ্ছে, শাহরুখ খানকে মুম্বাইয়ের রাস্তায় এই গাড়ি চালাতে দেখা গেছে। শাহরুখের নতুন গাড়ির বাইরের অংশে এ আর্কটিক সাদা এবং ভিতরে সাদা চামড়া রয়েছে। 

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম  অভিনীত 'পাঠান'। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow