নারী লিগে খেলবে না সাবিনা-সানজিদাদের কিংস
বাফুফের নারী ফুটবল লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার দল গঠন করছে না। বাফুফে লাইসেন্সিংয়ের জন্য ক্লাবগুলোকে যে সময় বেঁধে দিয়েছিল সে সময়ের মধ্যে আবেদন করেনি সাবিনা-সানজিদাদের ক্লাব। শেষ হওয়া সময় এক মাস বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। বসুন্ধরা কিংস এই সময়ের মধ্যে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন না করায় ধরেই নেওয়া যায় এবারের নারী লিগে সবচেয়ে সফল এ ক্লাবটিকে দেখা যাবে না।
বাফুফের হেড অব কম্পিটিশন জাবের বিন তাহের আনসারী বলেছেন, ‘একবার বাড়িয়ে ক্লাব লাইসেন্সিংয়ের সময় শেষ হয়েছে ১৪ ডিসেম্বর রাত ৮ টায়। ওই সময়ের মধ্যে কোন কোন ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করেছে, তা এখনো জানি না। দুইদিন অফিস বন্ধ ছিল। অফিস খুললে আমরা বলতে পারবো কারা কারা আগ্রহ প্রকাশ করেছে। তবে এএফসির গাইডলাইন অনুযায়ী আর সময় বাড়ানোর সুযোগ নেই। বাফুফে চাইলে সময় বাড়ানোর জন্য এএফসির কাছে আবেদন করতে পারে। তবে এএফসি সময় বাড়াবে বিনা সেটা নিশ্চত নয়।’
কেন খেলবে না বসুন্ধরা কিংস? ফুটবল অঙ্গনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে, ‘এবার মেয়েরা লিগে খেলার জন্য অনেক বেশি পারিশ্রমিক দাবি করেছেন। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েরা নানাভাবে বেতন-ভাতা নিয়ে বাফুফের সঙ্গে দেন-দরবার করেছিলেন। এমনকি তারা জাতীয় দলের অনুশীলনও বর্জন করেছিলেন। বাফুফে সভাপতি মেয়েদের বেতন ৫ গুণ বাড়িয়ে দিয়েছেন। তারা হয়তো তেমনই আশা করেছিলেন ক্লাব থেকে। যেহেতু লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, তাই এমন লিগ না খেলার সিদ্ধান্ত নিতে পারে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দলটি।’
What's Your Reaction?