আসন্ন নির্বাচনে জাপাকে ২৬, শরিকদের ৬ আসন দেবে আওয়ামী লীগ
আসন্ন নির্বাচনে জাপাকে ২৬, শরিকদের ৬ আসন দেবে আওয়ামী লীগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, "আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২৬১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া জাপা ২৬টি এবং শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো-
- ঠাকুরগাঁও-৩
- নীলফামারী-৩ ও ৪
- রংপুর-১ ও ৩
- কুড়িগ্রাম-১ ও ২
- গাইবান্ধা-১ ও ২
- বগুড়া-২ ও ৩
- সাতক্ষীরা-২
- পটুয়াখালী-১
- বরিশাল-৩
- পিরোজপুর-৩
- ময়মনসিংহ-৫ ও ৮
- কিশোরগঞ্জ-৩
- মানিকগঞ্জ-১
- ঢাকা-১৮
- হবিগঞ্জ-১
- ব্রাহ্মণবাড়িয়া-২
- ফেনী-৩
- চট্টগ্রাম-৫ ও ৮
- নারায়ণগঞ্জ-৫
এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।
অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো-
- বগুড়া ৪
- রাজশাহী ২
- কুষ্টিয়া ২
- বরিশাল-২
- পিরোজপুর-২
- লক্ষ্মীপুর-৪
এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।
আওয়ামী লীগ ২৬১টি, জাপা ২৬টি এবং জোট শরিকদের ৬টি আসন মিলে হয় ২৯৩টি আসন। তবে ৩০০ আসনের মধ্যে বাকি ৭টি আসনে কারা প্রার্থী হচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি বিপ্লব বড়ুয়া।
What's Your Reaction?